বুধবার   ৩০ এপ্রিল ২০২৫   বৈশাখ ১৬ ১৪৩২   ০২ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১৪০

"শেরপুরে হেরোইনসহ দুই জন গ্রেফতার" 

শেরপুর সদর প্রতিনিধি

প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২১  

২৬ অক্টোবর রাত ১১:৩০ মিনিটে  র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র‌্যাবের একটি আভিযানিক দল শেরপুর জেলার সদর থানাধীন ০১ নং ওয়ার্ড নবীনগরের শাওয়াল পীরের মাজারের পূর্ব পাশে রাস্তা সংলগ্ন রিয়াদ এন্টারপ্রাইজ এর সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। 

গ্রেফতারকৃত আসামীরা হলেন যথাক্রমে-  মোঃ সুমন মিয়া (২৫), পিতার নাম মোঃ বাবুল মিয়া, সে  শেরপুর সদর উপজেলার বাগরাকসা এলাকার বাসিন্দা এবং অপরজন পারভেজ (২৫), পিতার নাম আব্দুল আওয়াল, সে শেরপুর সদর উপজেলার চাপাতলির বাসিন্দা। তাদের  নিকট হতে ০৩ গ্রাম হেরোইন এবং ০২ টি মোবাইল সেট  উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইন এর আনুমানিক মূল্য ২৫,০০০/-  টাকা। সে সময় র‍্যাবের অতিঃ পুলিশ সুপার মৃনাল কান্তি সাহা উপস্থিত ছিলেন।

গ্রেফতারকৃত আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ শেরপুর জেলার বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। 

উক্ত বিষয়ে ধৃত আসামীদেরকে বিরুদ্ধে শেরপুর সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

এই বিভাগের আরো খবর